জামিনে মুক্ত ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিব
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ মে) উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রাকিব।
জামিনে মুক্তির পর রাকিবুল ইসলাম রাকিব ঢাকা পোস্টকে বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ ৭৬ দিন কারাভোগের পর গতকাল সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছি। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আটক করা হয়েছিল। আমাদের বেশ কিছু নেতাকর্মী এখনও জেলে। তারা কোনো অন্যায় করেনি, শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা আজ বন্দি। সরকারের কাছে অনুরোধ অন্তত ঈদ উপলক্ষে হলেও তাদের মুক্তি দেওয়া হউক।
বিজ্ঞাপন
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর কাঁটাবন এলাকা থেকে রাকিবকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এদিকে, রাকিবুল ইসলাম রাকিব কারাবন্দি হওয়ার পর সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নং যুগ্ম আহ্বায়ক আক্তার হােসেনকে গত ১৮ মার্চ ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রাকিবুক ইসলাম রাকিব মুক্তি পাওয়ায় স্বেচ্ছায় এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন আক্তার হোসেন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আক্তার হোসেন লেখেন, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিব ভাই গ্রেফতার হওয়ার এক মাস পরে অনেক জল ঘোলা করে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় যা খুব স্বাভাবিক নিয়মেই হওয়ার কথা ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি আমার, তবে যতটুকু পেরেছি শতভাগ ঈমানের সঙ্গেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। গতকাল রাকিব ভাই জামিনে মুক্তি পেয়েছেন। আহ্বায়কের চেয়ারটা ওনারই। আমি স্বেচ্ছায় এই দায়িত্ব ওনার কাছে হস্তান্তর করে দিলাম।
তিনি আরও লেখেন, আমার সঙ্গে যা হয়েছিল তা আর কারও সঙ্গে হোক আমি তা কখনোই চাই না। এই সব বাজে দৃষ্টান্ত কখনোই কাম্য নয়। ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কোনো ভুলত্রুটি হয়ে থাকে, কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সবার নিকট ক্ষমাপ্রার্থী।
এইচআর/জেডএস