কুষ্টিয়ায় ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী আটক
কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী রয়েছেন।
সোমবার (২৯ জুলাই) কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা থেকে এসব শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কুষ্টিয়া সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
এদিকে সোমবার কুষ্টিয়া জেলা শহরের চৌড়হাস মোড়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে পুলিশের ধরপাকড়ের কারণে শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়াতে পারেনি।
এদিকে আন্দোলনকে ঘিরে সকাল থেকেই অতিরিক্ত বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
আটক হওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। এ সময় আমাদের আটক করে পুলিশ। এ ছাড়া আরেকজন ভ্রমণের জন্য শহরে এসেছিলেন তাদেরও আটক করা হয়।
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলেছি।
রাকিব হোসেন/এসকেডি