বাসার পাশে আমগাছের ডালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ

নিজ বাসার পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর কবির।
বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী। তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
ওসি বলেন, আলমগীর কবির শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।
এএম