জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. লোকমান হোসেন।

সোমবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত ওই আদেশে নিজ বেতন ও বেতনক্রমে ড. লোকমানকে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। এর আগে অধ্যাপক ড. লোকমান হোসেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) হিসেবে কর্মরত ছিলেন। 

সর্বশেষ নায়েমের মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশীদ চলতি বছরের ১২ এপ্রিল অবসরে গেলে অধ্যাপক ড. লোকমান হোসেনকে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়। আজকের এই আদেশের পর তিনি নায়েমের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন হলেন।

ড. লোকমান হোসেন ১৯৬২ সালের ১ জুলাই চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় জন্মগ্রহণ করেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। চাকরিজীবনে তিনি জগন্নাথ কলেজ, ঢাকা কলেজ, চাঁদপুর কলেজ, নবাব ফয়জুন্নেসা কলেজ, নোয়াখালী কলেজ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা কলেজে থাকাকালীন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এইচটি/জেডএস