বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর একান্ত সচিব (পিএস) আমিনুর রহমানকে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। মঙ্গলবার (১ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একাংশ উপাচার্যের দফতরে গিয়ে তাকে অবরুদ্ধ করেন। 

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী উপাচার্যের মেয়াদ ৩১ মে শেষ হয়েছে। উপাচার্য নেই তো পিএস কীসের? তাকে সসম্মানে রুম থেকে বের হতে বলেছি। উনি বের হননি।

নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল বলেন, আমাদের অনেকের জীবন শেষ করে দিয়েছে উপাচার্য ও এই আমিনুর রহমান। উপাচার্য নাই, উনি এখনও কেন চেয়ারে?

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক বলেন, উনার লজ্জা নেই। নিজেকে তিনি বিশ্ববিদ্যালয়ের পিএস দাবি করছেন। এটি হাস্যকর।

এ বিষয়ে উপাচার্যের পিএস আমিনুর বলেন, আমার কক্ষে তারা এসেছিলেন। আমি বলেছি আপনাদের কথায় আমি অফিস ত্যাগ করতে পারি না। তাই আমি নির্দিষ্ট সময় অফিস করব। আর উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ২০১৭ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। সে হিসেবে ২০২১ সালের ১৩ জুন তার মেয়াদ পূর্ণ হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ১৪ জুন যোগদান করেন।

আরএআর