ছয় বছর পরে জবিতে সংগীত উৎসব কাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত বিভাগের সংগীত উৎসব। এটি হতে যাচ্ছে আয়োজনের চতুর্থ আসর। আগামীকাল (বুধবার) বিজ্ঞান ভবন মাঠে বিভাগের সদ্য প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের মূল প্রতিপাদ্য ‘সুস্থ সংস্কৃতির বিকাশ’।
মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, দীর্ঘ ৬ বছর পর আমাদের চতুর্থ সংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। এটি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই উৎসবের জন্য উন্মুখ হয়ে আছেন। বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেবেন। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।
বিভাগ সূত্রে জানা যায়, উৎসবটি তিন অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম অধিবেশনে সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী আলোচনা করবেন।
বিজ্ঞাপন
এদিন বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সংগীত বিভাগের সদ্য অকাল প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে এই উৎসব উৎসর্গ করা হচ্ছে। প্রয়াত প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত ‘ধ্বনিল আহ্বান’ এবং ‘ও আলোর পথযাত্রী’।
আরও পড়ুন
এছাড়া সমবেত পরিবেশনায় থাকবে অষ্টপ্রহরের রাগ, রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, উপশাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত। শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে ‘সাগর বাউল’ এবং সম্মিলিত পরিবেশনায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান।
এমএল/এনএফ