ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে পানির ফিল্টার স্থাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়ালের উদ্যোগে ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা সম্বলিত ২টি ফিল্টার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) পানির ফিল্টার ২টি টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়ায় স্থাপন করা হয়।
বিজ্ঞাপন
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার। এছাড়াও ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোস্তাকিন আল মামুন পিয়াল ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হল, অনুষদ ,কেন্দ্রীয় লাইব্রেরিসহ ক্যাফেটেরিয়াগুলোতে ভালো মানের ফিল্টারের ব্যবস্থা না থাকায় আমাদের অনেক শিক্ষার্থী নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। যা খুবই ভয়াবহ ব্যাপার। এজন্য শিক্ষার্থীদের শারীরিক দিক বিবেচনায় অনেকদিন থেকে ফিল্টার স্থাপনের জন্য কাজ করার চিন্তা করছিলাম। প্রচণ্ড গরম ও সব দিক বিবেচনায় শিক্ষার্থীদের জন্য ঠান্ডা ও গরম পানি সরবরাহে দুটি ফিল্টার টিএসসি ও ডাকসু ক্যাফেটেরিয়ায় স্থাপন করি।
বিজ্ঞাপন
এমএ