নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্ৰেপ্তার ও ডাকসু তফসিলের দাবিতে বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ককটেল ফাটানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার, অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল, ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ছাত্র-শিক্ষকদের বিচার এবং ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
সোমবার (১৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় তারা ‘ডাকসু, ডাকসু, ডাকসু চাই, ডাকসু ছাড়া উপায় নাই’, ‘ঢাবিতে হবে না, ককটেলের ঠিকানা’, ‘ক্যাম্পাসে ককটেল ফোটে, ইন্টেরিম কি করে’, ‘ঢাবিতে হবে না সন্ত্রাসবাদের ঠিকানা’, ‘ডাকসুর তফসিল, দিতে হবে, দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।
সমাবেশে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আজ ভোরে ছাত্রলীগের সন্ত্রাসীরা কাঁটাবনের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আগে কখনো এমন সাহস তারা দেখায়নি। এমনকি হাইকোর্টের সামনেও ককটেল পাওয়া যায়। এটা কখনোই অপরিকল্পিত না। আজ ১০ মাসের বেশি হয়ে গেলেও ছাত্রলীগের বিচারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমরা প্রশাসনের দায়িত্বশীল আচরণ দেখতে পাচ্ছি না। জুলাই অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাদ্দাম-ইনান একত্রে পরিকল্পিতভাবে হামলা করেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সিনেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি-সেক্রেটারি জুলাই হামলার সঙ্গে জড়িত। তাদের বহিষ্কার করা তো দূরের কথা তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। আর তারা এখন বিশ্ববিদ্যালয়ে বসে আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
এসময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অনতিবিলম্বে সন্ত্রাসী লীগ ও ফ্যাসিবাদের দোসর ছাত্র-শিক্ষার্থীদের বিচার, দ্রুত ডাকসু তফসিল ঘোষণা ও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান বলেন, শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রলীগ। আবার আইন বিভাগের সামনে থেকে ককটেল পাওয়া যায়। তাদের এসব কার্যক্রম প্রমাণ করে পলাতক আওয়ামী ও ছাত্রলীগ ডাকসুকে কেমন ভয় পাচ্ছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য ডাকসু প্রয়োজন। আমার চাই প্রশাসন অতি দ্রুত ডাকসু বাস্তবায়িত করবে।
এসএআর/এসএসএইচ