ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলসমূহে শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফার্স্ট এইড বক্স বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবির ১৮টি হলের প্রতিনিধিদের হাতে বক্সগুলো তুলে দেন ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ।

এ সময় উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি মুহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সভাপতি এস এম ফরহাদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ছাত্রশিবির এ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের ছাত্রকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ।”

এসএআর/এআইএস