জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।এ উদযাপনে ‘জুলাই চত্বর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। এছাড়া ৫ আগস্ট ছাত্রজনতার বিজয় মিছিল এবং বিশ্ববিদ্যালয়ের হল সমূহে থাকছে বিজয় ফিস্ট।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, ১৩ জুলাই বেলা ১১টায় ‘জুলাই চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ১৫ থেকে ১৬ জুলাই সেমিনার ও আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও নাট্য উৎসব, ১৮ জুলাই শিক্ষক সংহতি সমাবেশ, ২০ জুলাই বিকেল সাড়ে ৩টায় শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা, ২৪ জুলাই রাবি গ্রন্থাগার ও শহীদ স্মৃতি সংগ্রহশালায় জুলাই কর্ণার স্থাপন।

কর্মসূচিগুলোর মধ্যে আরো রয়েছে, ১ আগস্ট কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, ১ থেকে ৫ আগস্ট আলোকচিত্র প্রদর্শন ও ডকুমেন্টারি, ২ আগস্ট চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, ৩ থেকে ৪ আগস্ট বিপ্লবকেন্দ্রিক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জুলাই বিপ্লবকে কেন্দ্র করে স্মারক ও অ্যালবাম প্রকাশিত হবে ।

জুবায়ের জিসান/আরকে