জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে আজ ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এ উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে আজ বিকেল ৩টা থেকে আগামীকাল (১৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

তবে সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, যান চলাচল ও বহিরাগত প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রিত হয়নি।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনো নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন না। যদিও পরে বিভিন্ন মোড়ে নিরাপত্তাকর্মীদের অবস্থান দেখা গেছে। তবুও ক্যাম্পাস পুরোপুরি বহিরাগত ও যানমুক্ত হয়নি।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের একটি মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শাহবাগে প্রবেশ করে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ছাত্রদলের একটি মিছিল পল্টন থেকে শহীদ মিনার ও টিএসসি হয়ে শাহবাগ গেছে সোয়া ৪টার দিকে। ফলে কিছু সময়ের জন্য রাস্তায় যানজট সৃষ্টি হয়। এ যানজট নিরসনে সাময়িকভাবে কঠোরতা কিছুটা শিথিল করা হয়েছে। খুব শিগগিরই নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হবে।

এসএআর/এসএসএইচ