তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন – ২০২৫’। ‘তারুণ্যের কলমে আগামীর দিশা’ স্লোগান সামনে নিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠান চলে দিনব্যাপী। অনুষ্ঠানে প্রথিতযশা লেখক, গবেষক, সাংবাদিকসহ প্রায় ৩৫টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা অংশগ্রহণ করেন বলে জানা যায়।

সকালে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী।

এরপর শুরু হয় জুলাই অভ্যুত্থান নিয়ে মাইম শো। পরবর্তী সেশন ‘জুলাই গণঅভ্যুত্থান : স্বৈরাচার পতনের এক রক্তক্ষয়ী অধ্যায়’ শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ খান, শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

দুপুরের বিরতির পরে শুরু হয় ক্যারিয়ার প্যানেল ডিসকাশন। এ সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কমিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদুজ্জামান সাজ্জাদ।

পরে আগত ডেলিগেটদের নিয়ে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ও জুলাই বিপ্লব নিয়ে বিশেষ কুইজের আয়োজন করে সংগঠনটি। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

এ সেশনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। এসময় অতিথিরা তরুণ কলাম লেখক ফোরাম থেকে প্রকাশিত ষাণ্মাসিক ম্যাগাজিন ‘সরসিজ’ এর মোড়ক উন্মোচন করেন।

এসএসএইচ