চবিতে ছাত্রলীগ কর্মী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে দিদারুল ইসলাম শুভ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ব্ল্যাকমেইলের অভিযোগের ভিত্তিতে বিজয়-২৪ হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, দিদারুল ইসলাম শুভ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সঙ্গে ৫ আগস্ট পর্যন্ত সক্রিয় ছিলেন। এরপর সরকার পরিবর্তন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ১ নম্বর রেলক্রসিং এলাকায় চলে আসেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমাদের এক শিক্ষার্থীকে ব্লাকমেইল ও হল থেকে জোরপূর্বক তুলে নেওয়ার হুমকির অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ও তার ডিভাইস চেক করে নানারকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এ ছাড়া সে বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আমরা তাকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই ইমরান হোসাইন বলেন, চবি থেকে একটি ছেলেকে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানাতে পারবো।
আতিকুর রহমান/এএমকে