ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৫টি স্থানে নতুনভাবে স্থাপন করা হয়েছে ‘ফ্রি ওয়াইফাই জোন’। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে ওয়াইফাই নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থান ও এর আলোচিত কর্মসূচিগুলো।

শুক্রবার (৮ আগস্ট) এসব ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ।

ঢাবির চাইনিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০২০-২১ সেশনের আবাসিক শিক্ষার্থী মাহমুদুল হাসানের উদ্যোগে এক্সটেনশন বিল্ডিংয়ের রিডিং রুম, টিনশেড ক্যান্টিন, রিডিং রুম, মূল ভবনের রিডিং রুম, এক্সটেনশন টিভি রুম ও রিডিং রুমে বসানো হয়েছে শক্তিশালী মেশ রাউটার।

নেটওয়ার্কগুলোর নাম রাখা হয়েছে— জুলাই অভ্যুত্থানের বাংলা ব্লকেড, ৯ দফা, Remembering Our Heroes, March for Justice, এবং March to Dhaka কর্মসূচির নামে। পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে সংশ্লিষ্ট কর্মসূচি পালনের তারিখ, যেমন “31 July, 2024”।

মাহমুদুল হাসান জানান, আমি চেষ্টা করেছি ওয়াইফাইয়ের নেটওয়ার্ক নাম ও পাসওয়ার্ডের মাধ্যমে জুলাইয়ের কর্মসূচি ও স্মৃতি ফুটিয়ে তুলতে। এটি শুধু প্রযুক্তিগত সুবিধা নয়, বরং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের পথে আমাদের অঙ্গীকারের প্রতীক। আগামীতে জুলাইয়ের বার্তাবাহক হয়ে কাজ চালিয়ে যেতে চাই।

এছাড়াও উদ্যোগের সঙ্গে সম্পর্কিত প্রতিটি নেটওয়ার্কের নাম, পাসওয়ার্ড ও স্থানের বিস্তারিত তথ্য ছবি আকারে প্রকাশ করা হয়েছে।

এসএআর/এমএন