প্রকাশ্য, গুপ্ত ও সুপ্ত— কোনো রাজনীতিই চান না রোকেয়া হলের ছাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে হলের অভ্যন্তরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা— এক দুই তিন চার, কমিটি দিছিস হল ছাড়; ছাত্র রাজনীতির ঠিকানা, রোকেয়া হলে হবে না; আতিকা গেছে যেই পথে, তোরাও যাবি সেই পথে এসবসহ বিভিন্ন স্লোগান দেন।
হলের আবাসিক শিক্ষার্থী মুনতাহা ইসমাইল এশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আজ ছাত্রদল তাদের কমিটি প্রকাশ করেছে। অথচ ২০২৪ সালের ১৬ জুলাই প্রতিটি হলের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে হলে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছিল। সেখানে ছাত্রদল এত সাহস কোথায় পায়?
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা হল প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করেছেন। এর মধ্যে রয়েছে— প্রকাশ্য, গুপ্ত ও সুপ্ত— সব ধরনের হল রাজনীতির বিরুদ্ধে প্রশাসনিক নোটিশ জারি এবং ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের ঘোষণা।
এসএআর/এমজে