ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি জানান, ‘শাহাদাত হোসেন আর নেই। তিনি আজ রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা যেন শোকাহত পরিবারকে এই শোক ও অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করেন সেই প্রত্যাশা করছি।’

শোক প্রকাশ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, ‌‘প্রিয় শাহাদাৎ হোসেন একটু আগে না ফেরার দেশে চলে গেল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা ছিলেন।’

শিক্ষার্থীর বান্ধব সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষকের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও।

নাজমুস শাহাদাত সাকিব নামের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘স্যারের মৃত্যুর সংবাদ বিশ্বাসই হচ্ছে না। স্যারের ক্লাসগুলো অনেক মিস করব। স্যার চিকিৎসাধীন আছেন জেনেছি, কিন্তু এত দ্রুত স্যারকে হারাব এমনটা কখনোই ভাবিনি।’

আরএইচটি/ওএফ