রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে তারা ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘এক দফা এক দাবি, ১৫ তারিখে রাকসু দিবি’ ইত্যাদি স্লোগান দেন।

নবাব আবদুল লতিফ হলের জিএস পদপ্রার্থী নুরুল ইসলাম শহীদ বলেন, আপনারা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহল নিজেদের ছাত্র পরিচয় দিয়ে নির্দিষ্ট একটি দলের প্রভাবে রাকসুর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাই আমরা সবাইকে আহ্বান জানাই একত্রিত হোন। ইনশাআল্লাহ, আমরা ১৫ তারিখেই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করব এবং ভোট দেব।

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, নির্বাচন কমিশন একটি মাত্র দলের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং তাদের নিরপেক্ষতা হারিয়েছে। তারা শিক্ষার্থীদের অনুভূতিকে উপেক্ষা করে নির্বাচন পিছিয়েছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, ২৮ তারিখ হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী। এটি তাদের ধর্মীয় আবেগ ও পারিবারিক উৎসবের দিন। অথচ কমিশন সেদিন নির্বাচন দিয়ে প্রায় ৩ হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে উৎসবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, বর্তমানে ডিজিটাল যুগে এক সপ্তাহের মধ্যেই তাদের হল অ্যাটাচমেন্ট ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব। আমরা চাই, অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে ১৫ তারিখেই নির্বাচন হোক।

উল্লেখ্য, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম ২৮ সেপ্টেম্বরকে রাকসু নির্বাচনের নতুন তারিখ হিসেবে ঘোষণা করেন।

জুবায়ের জিসান/এএমকে