রেডিও বিক্রমপুর পরিদর্শন করেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের ২৭ সদস্যের প্রতিনিধিদল।

বুধবার (আগস্ট ২৭) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়টির অ্যাসোসিয়েট প্রফেসর ড. অলিউর রহমান এর নেতৃত্বে এই পরিদর্শন কর্মশালা সম্পন্ন হয়।

এসময়ে তার সঙ্গে ছিলেন- দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মীর নাসিরউদ্দিন উজ্জল। রেডিও বিক্রমপুরের স্টেশন ম্যানেজার আওলাদ হোসেন খান (শিবলী) তাদের স্বাগত জানান। এরপর তারা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এই সময়ে তারা রেডিও বিক্রমপুরের নিউজ রুমের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত সংবাদকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও তারা রেডিও বিক্রমপুরের অন এয়ার রুমের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির এসডিজি নিয়ে বিভিন্ন রেডিও কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।

এসএআর/বিআরইউ