বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয়জন শিক্ষক বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন। পাশাপাশি দুইজন শিক্ষক এসোসিয়েট ফেলো নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ও নির্বাচিত এসোসিয়েট ফেলো ড. মো গোলজার হোসেন।

বাকৃবি হতে যে ছয়জন শিক্ষক ফেলো নির্বাচিত হয়েছেন, তারা হলেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এম জহির উদ্দীন,  উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড মো আব্দুর রহিম, মৃত্তিকা বিজ্ঞান অধ্যাপক ড এম রফিকুল ইসলাম-১, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো শাহজাহান এবং  মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো তানভীর রহমান।

পাশাপাশি, ড. গোলজার হোসাইন ছাড়া এসোসিয়েট ফেলো নির্বাচিত হয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন।

প্রসঙ্গত, বিজ্ঞান ও সমাজে অগ্রগামী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ড. মো আব্দুর রহিম ও ড. মো শাহজাহান ২০২৪ সালেও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছিলেন। 

মুসাদ্দিকুল ইসলাম/এমএসএ