রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ হাজার ২ শত নবীন শিক্ষার্থীকে কুরআন, ডায়েরি, ফুল ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটি।

শুক্রবার  (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ইসলামিক স্কলার শাইখ জামাল উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দেন।

‎এ সময় নবীন শিক্ষার্থীদের কুরআন ও ফুল দিয়ে বরণ করা হয়। অন্য ধর্মাবলম্বী নবীনদের জন্য ডায়েরি উপহার দেওয়া হয়। পরে বক্তারা ক্যারিয়ার গাইডলাইন বিষয় আলোচনা করেন। 

‎নবীন শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে তারা পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন জীবনের জ্ঞানও অর্জন করেছেন। শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা ছাড়া ভালো জীবন সম্ভব নয়। ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ অনুষ্ঠান আমাদের দিকনির্দেশনা দিয়েছে।

‎আয়োজক কমিটির সদস্য মেহেদী হাসান বলেন, নবীনদের সাড়া পেয়ে আমরা আনন্দিত। এমন আয়োজন করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

‎সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার জানান, গত বছরের মতো এবারও নবীনবরণ অনুষ্ঠান করেছি। দুনিয়া ও আখেরাত— উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

‎সভাপতি মোশারফ হোসেন বলেন, নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম সুন্দরভাবে সফল হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে কুরআন, চাবির রিং, টি-শার্ট ও কলম উপহার দেওয়া হয়েছে। আলোচকদের দিকনির্দেশনা মেনে চললে দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন সম্ভব ইনশাআল্লাহ।

এআইএস