চাকসু নির্বাচন
ভোট গণনা কেন্দ্রের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার পর সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কলা এবং সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে গিয়ে দেখা যায়, চারপাশে টানটান উত্তেজনা।
বিজ্ঞাপন
ভবনের ভেতরে গণনা চললেও বাইরে থাকা এলইডি স্ক্রিন ঘিরে সতর্ক অবস্থান নিয়েছেন নারী শিক্ষার্থীরা। তাদের চোখে স্পষ্ট দৃঢ়তা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারা বলছেন, ফলাফল যাতে কেউ প্রভাবিত করতে না পারে, সেটিই নিশ্চিত করতে তারা কেন্দ্রে অবস্থান করছেন।
এক নারী শিক্ষার্থী বলেন, সারাদিন আমরা ভোট দিয়েছি বিশ্বাস নিয়ে। এখন যদি কেউ কারচুপি করে, তাহলে সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা চাই, ফলাফল যেন নিরপেক্ষভাবে ঘোষণা হয়। এজন্যই আমরা এখানে আছি।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কেএম আরিফুল হক সিদ্দিকী জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট হয়েছে। আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআর/এমএসএ