ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের দুইটি ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক ফিল্টার স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউট ভবনের নিচতলার গেটের বাম পাশে ব্যক্তিগত উদ্যোগে ফিল্টারটি স্থাপন করেন তিনি। এতে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং আশপাশের বিভিন্ন মেসে বসবাসরত ছাত্রীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে বলে জানান এ ছাত্রদল নেতা।

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, ছাত্ররাজনীতি মানে শুধু পদ-পদবি নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধও এর অংশ। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সরবরাহ করা কোনো বিলাসিতা নয় এটি একটি মৌলিক অধিকার। আমি চেয়েছি, অন্তত তারা যেন নিরাপদ পানি পান করতে পারেন।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীর কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এই ফিল্টার স্থাপন সেই উদ্দেশ্যেরই একটি ক্ষুদ্র প্রয়াস।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস, নাজমুস সাকিব, সূর্যসেন হলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, বিজয় একাত্তর হলের যুগ্ম-আহ্বায়ক আহনাফ আহম্মেদ রাফি, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকত, ফজলুল হক মুসলিম হলের সদস্য হামিম তাশরিফ আবিরসহ বিভিন্ন হল ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

এসএআর/এমএন