গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগ এবং কানাডাভিত্তিক জিরোডেল সেন্টার ফর ল্যাংগুয়েজ, রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত ১৯ অক্টোবর রোববার গ্রিন ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন এবং জিরোডেল সেন্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. হামেদ বারজেস্তেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ড. মো. এলহাম হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ গোলাম মহিউদ্দিন এবং ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ড. সিরাজম মুনীরাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, অ্যাকাডেমিক প্রকাশনা, শিক্ষা উপকরণ উন্নয়ন, গবেষণা প্রশিক্ষণ, সম্মেলন আয়োজন এবং শিক্ষার সার্বিক পরিবেশ ও মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।

এ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি উচ্চমানের গবেষণা কার্যক্রম পরিচালনায় আমরা একযোগে কাজ করতে পারব। এ সময় তিনি জিরোডেল সেন্টারের প্রেসিডেন্ট ও তার দলকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, এই সমঝোতা স্মারক গ্রিন ইউনিভার্সিটি ও জিরোডেল সেন্টারের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

এমএন