জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে মিষ্টি বিতরণ ও তার প্রতিকৃতি তৈরি করে প্রতীকী ফাঁসি কার্যকর হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন জাকসুর নেতারা। এরপর বটতলার একটি গাছে শেখ হাসিনার ছবিযুক্ত প্রতিকৃতি টাঙিয়ে ফাঁসি দেন। 

এ সময় তারা, ‘ওহ মোদি ওহ মোদি, শেখ হাসিনারে কবে দিবি, দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দেন।

প্রতীকী ফাঁসি দেওয়ার পর জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটি দৃষ্টান্তমূলক। এই রায়কে আমরা স্বাগত জানাই। অতিদ্রুত এই রায় কার্যকর করতে হবে। সেই সাথে সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যে অপকর্ম এবং নৈরাজ্য, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আনতে হবে।

আরএআর