বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে টানা ৬ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে রেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে ৫টি ট্রেনের সহস্রাধিক যাত্রী।

রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বাকৃবি জব্বারের মোড় এলাকার ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই অবরোধ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলমান রয়েছে।

অবরোধের কারণে সময়মতো গন্তব্যে যেতে না পেরে ট্রেনযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ফাতেমানগরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার, আউলিয়ানগরে তারাকান্দিগামী অগ্নিবিনা এক্সপ্রেস, গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, ময়মনসিংহ জংশনে ঢাকাগামী বলাকা কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার আটকে আছে।

আন্দোলনকারী শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে জুলাই মাসে গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্য সৃষ্টি হয়েছে। পূর্বে বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় থাকলেও এবার নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়। তাই আমাদের যৌক্তিক দাবি পিএসসিকে মানতেই হবে। পরীক্ষার সময় পরিবর্তন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, লিখিত পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চালিয়ে যায়, তাহলে আমাদের অবরোধও চলবে।

ট্রেন অবরোধে ক্ষুব্ধ যাত্রী আব্দুল কাদির বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলেও জনদুর্ভোগ যেন না হয় সেদিকেও নজর দেওয়া উচিত। প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু ট্রেন বন্ধ রেখে শত শত মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিসিএস লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে রেখেছে। এতে বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন এবং শিক্ষার্থীদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই স্থানে রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ময়মনসিংহের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

আমান উল্লাহ আকন্দ/এআরবি