বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন।
মহাসড়ক অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোর ক্ষেত্রে প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষায় বসতে অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। কিন্তু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুই মাস সময় রাখা হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনায় লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানান।
বিজ্ঞাপন
অবরোধে আটকে থাকা এক পথচারী ঢাকা পোস্টকে বলেন, আমি ইবনে সিনা মেডিকেল থেকে রক্ত দিয়ে ফিরছি, কিন্তু শিক্ষার্থীদের অবরোধে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছি। আন্দোলন যৌক্তিক হলেও এতে আমাদের কষ্ট বাড়ছে। এক ঘণ্টা ধরে আটকে আছি। আমি অসুস্থ, তবু যেতে দেওয়া হচ্ছে না। কতক্ষণ এই অবরোধ চলবে জানি না, তবে ভোগান্তিতে আমরা বিরক্ত হয়ে পড়েছি।
একজন অভিভাবক বলেন, আমাদের বাচ্চাদের কালকে পরীক্ষা আছে। আমরা এক ঘণ্টা ধরে রাস্তায় আটকে আছি। তাদের প্রস্তুতির ব্যাপার আছে, কিন্তু কোনো প্রতিকার দেখছি না। আন্দোলন যদি যৌক্তিক হয়, তাহলে উপযুক্ত স্থানে দাবি জানানো উচিত। কিন্তু শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যাত্রীদের এবং দূরদূরান্ত থেকে আসা পথচারীদের যে ভোগান্তিতে ফেলছে, তা কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞাপন
আন্দোলনরত চাকরিপ্রার্থী আসিফ বলেন, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আমরা মাঠে নেমেছি। শুধু ঢাকা-আরিচা নয়, সারাদেশেই রাস্তা অবরোধ চলছে। দাবি মানা না পর্যন্ত আমরা রাজপথে অবরোধ অব্যাহত রাখব।
উল্লেখ্য, গতকাল (২৪ নভেম্বর) একই দাবিতে দুপুরে ৪০ মিনিটের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। এরপর রাতে বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আজ আবারও অবরোধে অংশ নেন।
এআরবি