সাদিক কায়েমকে নিয়ে অপপ্রচার, ১১ পেজ-আইডির বিরুদ্ধে ডিবিতে অভিযোগ
অনলাইনে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের শিকার হয়ে ১১টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে সাইবার ইউনিটে এ অভিযোগ দায়ের করেন তিনি। পরে ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে বিষয়টি সাংবাদিকদের জানান। এ সময় ডাকসুর অন্যান্য নেতারা সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন
অভিযোগে যে ১১টি ফেসবুক পেজ ও আইডির নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো— ডাকসু কণ্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders এবং ইয়ার্কি নামে মোট ৮টি পেজ। পাশাপাশি ব্যক্তিগত আইডি হিসেবে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামের তিনজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, এখানে উল্লিখিত প্রতিটি পেজই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অ্যাকটিভিস্টরা এসব পেজ পরিচালনা করেন। আমরা ডিবিতে এসব পেজের লিংক সরবরাহ করেছি। ডিবির সাইবার বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং বিআরটিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অনলাইন প্রপাগান্ডা, সাইবার বুলিং ও হ্যারাসমেন্টের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে অভিযোগ করতে পারে, সেজন্য খুব দ্রুত শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে একটি ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হয়েছে, যেখানে পাওয়া অভিযোগগুলো আইন ও মানবাধিকার সম্পাদক যাচাই করে ব্যবস্থা নেবেন।
বঙ্গগ্রাফ নামে একটি পেজের উদাহরণ তুলে তিনি বলেন, গতকালও আমার বিরুদ্ধে ওই পেজ থেকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়। পরে তারা দুঃখ প্রকাশ করেছে। তবে অভিযোগে সব পেজ ও আইডির নামই অন্তর্ভুক্ত রয়েছে। যারা মিথ্যা প্রপাগান্ডা করছে, তাদের বিরুদ্ধে আইন–শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, আমরা শাহবাগ থানায় গিয়ে মামলার একটি কপিও জমা দেব। আশা করি, যারা এসব কর্মকাণ্ড করছে শিক্ষার্থী, প্রার্থী কিংবা আমার বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং বা হ্যারাসমেন্ট করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। এতে এ ধরনের অপকর্ম বন্ধ হবে।
এসএআর/এমজে