আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) এআইইউবি গেমস ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ ডিসেম্বর এআইইউবি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। 

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অংশগ্রহণ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাবকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, মো. জয়নাল আবেদীন, কো-অর্ডিনেটর, অফিস অব স্পোর্টস, এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এ বছরের ইনডোর ও আউটডোর মোট ১১টি প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্টে বিভিন্ন অনুষদের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অফিস অব স্পোর্টসের উদ্যোগে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এআইইউবি গেমস শিক্ষার্থীদের নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএন