চট্টগ্রাম বন্দরে বিদেশি প্রাধান্যের প্রতিবাদে ‘বাংলাদেশ ফার্স্ট’ ফ্ল্যাগ মিছিল করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি নামে একটি সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও ফ্ল্যাগ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, বাংলাদেশে দুর্নীতিমুক্ত কোনো সেক্টর নেই। তাহলে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের দুর্নীতির কথা কেন বলা হবে? দুর্নীতি, চাঁদাবাজির কথা বলে বিদেশিদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কাজেই সরকারের এই উদ্যোগ বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নিতে পারে না।

ভারত-ইসরায়েলের পোর্ট অপারেটর আসলেও এ দেশের মানুষ তার প্রতিবাদ করত দাবি করে তিনি বলেন, এই দেশের মানুষকে দুর্নীতি, চাঁদাবাজির ট্যাবলেটের কথা বলে এই যে ডিপি ওয়ার্ল্ড আনা হচ্ছে, সেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ভারতের একাধিক চুক্তি আছে, ইসরায়েলের একাধিক চুক্তি আছে, আমেরিকার একাধিক চুক্তি আছে।

তিনি দাবি করেন, আধুনিক বিশ্বে মাল্টিল্যাটারাল ডিলিংস (বহুপাক্ষিক চুক্তি)-এর মাধ্যমে একটা দেশ আরেকটা দেশে প্রবেশ করে। অতএব, যদি ডিপি ওয়ার্ল্ড এবং এপিএম টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কনসেশন পায়, তাহলে এর মাধ্যম দিয়ে মূলত ভারত চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে।

তিনি আরও দাবি করেন, এপিএম টার্মিনাল এবং এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে ইসরায়েল এক্সেস (প্রবেশাধিকার) পেয়ে গেল। এপিএম টার্মিনালের মাধ্যমে আমেরিকাকে একটা সাব ঘাঁটি দেওয়া হলো।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা পতাকাসহ মিছিল বের করে। মিছিলটি রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে শেষ করে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এসএআর/এমজে