ওসমান হাদির মৃত্যুতে ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘আধিপত্যবাদের এ দেশীয় দোসর ও সহযোগীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।’
বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই অভিযোগ করেন।
বিজ্ঞাপন
আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী শরিফ ওসমান হাদির শাহাদাত বরণের প্রেক্ষাপটে সাদিক কায়েম বলেন, ‘শরিফ ওসমান হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও প্রক্সি ষড়যন্ত্রকে পরাজিত করার লক্ষ্যে দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম এখন সময়ের দাবি।’
গণমাধ্যম কার্যালয়ে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আধিপত্যবাদের এ দেশীয় দোসররা ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কলঙ্কিত করতে চায়। সংবাদপত্র অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সেই অপচেষ্টারই অংশ হতে পারে।’
বিজ্ঞাপন
ডাকসু ভিপি দেশের ছাত্র-জনতাকে অত্যন্ত সচেতন, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সকল প্রকার প্ররোচনা ও ষড়যন্ত্র প্রতিহত করে বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাজপথে আমাদের দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে।
এসএআর/