ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে তাহেরুজ্জামান আকাশ (২২) নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তাহেরুজ্জামান আকাশ খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট (লাইফ সাইন্স স্কুল) ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে অবস্থিত রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। পরীক্ষা শুরুর আগেই তিনি হঠাৎ অসুস্থ অনুভব করেন এবং কম্পিউটার সায়েন্স ভবনের বারান্দায় লুটিয়ে পড়েন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আসলে অসুস্থতাবোধ করে ওই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে তাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। ইতোমধ্যে ওই পরীক্ষার্থীর বাবা এবং মামা তার লাশ নিতে এসেছেন।

এসএআর/এমএন