ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিডিএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর ও আগস্ট মাসের বিভিন্ন পেশাদার পরীক্ষার এই পরিবর্তিত সূচি রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জানানো হয়।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কারিকুলামের অধীনে ২০২৫ সালের নভেম্বর মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাদার বিডিএস পরীক্ষা এবং পুরাতন কারিকুলামের ২০২৫ সালের আগস্ট মাসের দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাদার বিডিএস পরীক্ষা এই সূচির অন্তর্ভুক্ত থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্ব-স্ব ডেন্টাল কলেজ ও চিকিৎসা কলেজের ডেন্টাল ইউনিটে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর পর্যায়ক্রমে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

পুরাতন কারিকুলাম (আগস্ট ২০২৫-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে)

দ্বিতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর ২০২৫ (জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি), ৫ জানুয়ারি ২০২৬ (জেনারেল প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি), ১০ জানুয়ারি (ওরাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি) এবং ১৪ জানুয়ারি (ডেন্টাল পাবলিক হেলথ)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি ২০২৬।

তৃতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর ২০২৫ (জেনারেল মেডিসিন), ৫ জানুয়ারি ২০২৬ (জেনারেল সার্জারি) এবং ১১ জানুয়ারি (পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি ২০২৬।

চূড়ান্ত পেশাদার: ৩১ ডিসেম্বর ২০২৫ (প্রোস্থোডোন্টিক্স), ৪ জানুয়ারি ২০২৬ (অর্থোডোন্টিক্স), ৭ জানুয়ারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডোন্টিক্স), ১০ জানুয়ারি (ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি) এবং ১৪ জানুয়ারি (পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৯ জানুয়ারি ২০২৬।

নতুন কারিকুলাম (নভেম্বর ২০২৫-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে)

প্রথম পেশাদার: ৩১ ডিসেম্বর ২০২৫ (অ্যানাটমি-পেপার ১), ৪ জানুয়ারি ২০২৬ (সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস-পেপার ২), ১০ জানুয়ারি (ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি-পেপার ১) এবং ১৪ জানুয়ারি (ডেন্টাল অ্যানাটমি-পেপার ২)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৯ জানুয়ারি ২০২৬।

দ্বিতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর ২০২৫ (জেনারেল অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি-পেপার ১) ও ৫ জানুয়ারি ২০২৬ (প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-পেপার ২)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১০ জানুয়ারি ২০২৬।

তৃতীয় পেশাদার: ২৯ ডিসেম্বর ২০২৫ (জেনারেল মেডিসিন-পেপার ১), ৫ জানুয়ারি ২০২৬ (জেনারেল সার্জারি-পেপার ২) ও ১১ জানুয়ারি (পেরিওডোন্টোলজি অ্যান্ড ওরাল প্যাথলজি-পেপার ২)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি ২০২৬।

চূড়ান্ত পেশাদার: ৩১ ডিসেম্বর ২০২৫ (প্রোস্থোডোন্টিক্স-পেপার ১), ৪ জানুয়ারি ২০২৬ (অর্থোডোন্টিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স-পেপার ২), ৭ জানুয়ারি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডোন্টিক্স-পেপার ২), ১০ জানুয়ারি (ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি-পেপার ২) এবং ১৪ জানুয়ারি (পেডোডোন্টিক্স অ্যান্ড ডেন্টাল পাবলিক হেলথ-পেপার ২)। ব্যবহারিক পরীক্ষা শুরু ১৯ জানুয়ারি ২০২৬।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে সংশোধিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন। পুরাতন কারিকুলামের বিজ্ঞপ্তির মেমো নম্বর ৩৯৪৭/এমএস এবং নতুন কারিকুলামের মেমো নম্বর ৩৯৪৬/এমএস। উভয় বিজ্ঞপ্তির তারিখ ২১ ডিসেম্বর ২০২৫।

টিআই/বিআরইউ