জাবিতে প্রক্সি দিতে গিয়ে ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রক্সির অভিযোগে দুইজন এবং ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটির মাধ্যমে জালিয়াতির অভিযোগে এক নারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন বি ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার দ্বিতীয় শিফটে সাদিয়া আমির মাহিন নামের এক শিক্ষার্থী জহির রায়হান অডিটোরিয়াম ভবনে পরীক্ষাকালে স্মার্টফোনের মাধ্যমে চ্যাটজিপিটির সহায়তায় ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়ান।
বিজ্ঞাপন
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে প্রক্সি দিতে গিয়ে একজনকে আটক করা হয়। তিনি নিজেকে এহসানুল হোসেন জিসান বলে পরিচয় দেন এবং জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী। পরবর্তীতে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠ থেকে, যার পরীক্ষায় তিনি প্রক্সি দিতে এসেছিলেন, তাকেও আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমরা আটককৃত পরীক্ষার্থীর জন্য একটি সুপারিশমালা প্রস্তুত করছি। আজ পরীক্ষা শেষ হলে সংশ্লিষ্ট সমাজবিজ্ঞান অনুষদের ডিন স্যারের কাছে আমাদের সুপারিশ পাঠানো হবে। এ ধরনের অপরাধ শাস্তিযোগ্য। আমরা ইতোমধ্যে ঢাকা জেলা প্রশাসক মহোদয়কে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ করেছি। আজ সকালেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
বিজ্ঞাপন
এআরবি