শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও তার আত্মত্যাগের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করে ইনকিলাব মঞ্চ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, শরিফ ওসমান বিন হাদির সংগ্রাম ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন। হাদি ভাইয়ের সেই সংগ্রামকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা জবিতে ইনকিলাব কালচারাল সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি।

জবির মসজিদের ইমাম সালাউদ্দিন বলেন, আমরা এমন জানাজা না দেখলে বুঝতে পারতাম না, মানুষ ওসমান বিন হাদিকে কতটা ভালোবাসে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তবুও আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি।

এসময় ইনকিলাব মঞ্চের সদস্যরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওসমান হাদির ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা স্মরণে দোয়া মাহফিল শেষে আগত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাতাসা বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এমএল/এসএসএইচ