জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে মোট পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ২২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ৮২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে পাস করেছেন ২২ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী মোট পাসের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ১০ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে আরও জানা যায়, এ বছর ৫টি শিফটে ৩৩ হাজার ৪৯১ জন নারী শিক্ষার্থী ডি ইউনিটের পরীক্ষায় অংশ নেন এবং তাদের মধ্যে ১৪ হাজার ৪৩৪ জন ভর্তি পরীক্ষায় পাস করেন। মেয়েদের মধ্যে ডি ইউনিটে পাসের হার ৪৩ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে, ছেলেদের ক্ষেত্রে ৪টি শিফটে ২৪ হাজার ৪৯১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে ৮ হাজার ২৩৭ জন পাস করেন। সে হিসাবে ছেলেদের পাসের হার ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ডি ইউনিটে মোট আসনসংখ্যা ৩১০টি। প্রতিবারের মতো এবারও আমরা শিফটভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেছি। সাধারণত মোট আসনের তুলনায় ১০ গুণ বেশি মেধাতালিকা প্রকাশ করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে।

এআরবি