জাহানারা ইমামের স্মরণে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন
শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালীসহ প্রমুখ।
বিজ্ঞাপন
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে আমিনুল ইসলাম বুলবুল বলেন, শহীদ জননী জাহানারা ইমাম আমাদের অনুপ্রেরণা। ২৭তম মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহীদ জননী জাহানারা ইমাম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন। তার আন্দোলন ও সংগ্রামের কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি।
সাধারণ সম্পাদক আল মামুন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে শহীদ জননীর অসামান্য অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন শহীদ জননী প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন। শহীদ জননীর পদাঙ্ক অনুসরণ করেই আমরা পাকিস্তানি অপশক্তি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চলমান রাখবে। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রাজনীতি করতে দিবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শহীদ জননী আমাদের আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক।
বিজ্ঞাপন
জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আল মামুন বলেন, শহীদ জননীর মৃত্যুবার্ষিকী প্রতিবছর জাতীয়ভাবে পালনের দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের উচিত তার মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা।
এইচআর/ওএফ