নিজ বিভাগের কেন্দ্রে ভোট প্রদান ব্যতীত কোনো প্রার্থী অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং একবার ভোট দিয়ে আসার পর ওই প্রার্থী পুনরায় তার নিজ কেন্দ্রেও প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে কমিশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। তবে বিকেল ৩টার মধ্যে যারা ভোটকেন্দ্র ও বেষ্টনীর মধ্যে প্রবেশ করবেন, তারা সকলেই ভোট প্রদান করতে পারবেন। জকসু নির্বাচনে ৩৮টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার। পাশাপাশি হল সংসদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ জন ভোটার ভোট প্রদান করবেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ও ড. মো. আনিসুর রহমান। এছাড়াও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম উপস্থিত ছিলেন। 

এমএল/এমজে