বিইউপির সিনেট সভায় ২৩৬ কোটি টাকার বাজেট পাশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৩তম বার্ষিক সিনেট সভা ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বছরের জন্য ২৩৬ কোটি ২৩ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট সভা। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেট ১০৭ কোটি ৯০ লাখ টাকা এবং ২০২১-২০২২ অর্থবছরের ১২৮ কোটি ৩৩ লাখ টাকার বাজেট পাশ করা হয়।
রোববার (২৭ জুন) বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিনেট সভায় সবার সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। বিইউপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
করোনা মহামারির কারণে সিনেট সদস্যরা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সরাসরি ও অনলাইনে যুক্ত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিনেট চেয়ারম্যান ও উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান। সভায় সিনেট চেয়ারম্যান করোনা মহামারির মাঝেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।
পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মুহাম্মদ বেলাল ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট ১০৭ কোটি ৯০ লাখ টাকা ও ২০২১-২০২২ অর্থবছরের ১২৮ কোটি ৩৩ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা ট্রেজারারের বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন।
বিজ্ঞাপন
এছাড়া সিনেট সভায় বিইউপির ১৩তম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০২০-জুন ২০২১) পেশ করেন পাবলিক রিলেশন ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্স অফিসের চিফ এয়ার কমডোর মো. রেয়াদাদ হোসেন। যা সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন।
উপাচার্য তার বক্তৃতায় বলেন, করোনার কারণে ক্লাসরুম বন্ধ থাকলেও লকডাউনের শুরু থেকেই বিইউপি অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু রেখেছে। অনলাইন ক্লাসকে আরও বেগবান করতে শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধাদি যেমন নগদ অর্থ ও ফ্রি ল্যাপটপ প্রদানসহ টিউশন ফি মওকুফের ব্যবস্থা করা হয়েছে।
উপাচার্য বলেন, বিইউপি বয়সে নবীন হলেও বিইউপির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তারা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় বিজয় অর্জনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখছে।
উল্লেখ্য যে এবারের বাজেটে বই, জার্নাল ও ডকুমেন্ট ক্রয়, জার্নাল প্রকাশনা ও ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি প্রদানের বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। এছাড়াও কারিকুলামের আধুনিকায়ন, কম্পিউটার সামগ্রী ও বই অনুদান, গবেষণা ব্যয়, মৌলিক গ্রন্থ প্রকাশনা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণসহ একাডেমিক উন্নয়নে ব্যয় বরাদ্দের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
সিনেট সভায় সরাসরি এবং অনলাইনে আরও অংশগ্রহণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিইউপি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিইউপির উপ-উপাচার্য প্রফেসর প্রফেসর এম আবুল কাশেম মজুমদার।
এনএম/ওএফ