সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে অসহায় ও ভাসমান মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে রাজধানীর নীলক্ষেত ও পলাশী মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।

কর্মসূচি চলাকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন আপসহীন ও সাহসী নেত্রী। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভালোবাসত। তিনি আজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার রুহের মাগফিরাত কামনায় আজ আমরা অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন ও কামরুজ্জামান কামরুল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাদবরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এসএআর/জেডএস