শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সুমন দাস সুবীর নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে এক ছাত্রী। সোমবার (১২ জুলাই) রাতে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।

জানা যায়, সুমন দাস অভিযোগকারী ওই শিক্ষার্থীর সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা এবং মেয়েটির ফোন নাম্বার দেওয়ার জন্য তাকে জোর করত। পরবর্তীতে আবার অভিযুক্ত ফোন নাম্বার দেওয়ার জন্য জোর করলে মেয়েটি তাকে ভুল নাম্বার দেয়।

সোমবার মেয়েটি টিউশন থেকে ফেরার পথে সুমন দাস তার পিছু নেয়। একপর্যায়ে সুমন দাস জোরপূর্বক তাকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর মেয়েটি সেখান থেকে সরে এসে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে।

সুমন দাসও তার পিছু নিয়ে অটোরিকশায় ওঠে। একপর্যায়ে সুমন দাস মেয়েটির গায়ে হাত দেয় বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
এরপর মেয়েটি চিৎকার করলে অটোরিকশাচালক সুমন দাসকে নামিয়ে দিয়ে মেয়েটিকে বিশ্ববিদ্যালয় গেটের সামনে নামিয়ে দিয়ে যান।

ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, অভিযোগকারী ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা সুমন দাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি। এতে সে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা শিকার করে। আমরা তার বক্তব্য নিয়েছি। সেটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে। এরপর তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসআর