চলমান বিধিনিষেধের কারণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলের ভোটগ্রহণ পিছিয়েছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী ১০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা পরিস্থিতি অবনতির কারণে সরকার গত ২৩ এপ্রিল থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। তাই ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জুলাই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না।

আরও বলা হয়, এমতাবস্থায় করোনা পরিস্থিতি ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত বিবেচনায় নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবর্তিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ  ২ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ আগস্ট, ভোটগ্রহণের তারিখ ১০ আগস্ট।

ঘোষিত তফসিলের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এইচআর/এনএফ