তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২১-২২ বর্ষের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক পদে আনারুল ইসলামের নাম ঘোষণা করায়। সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক সপ্তাহ পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নিগার সুলতানা সুপ্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনা আক্তার মুক্তা, অর্থ সম্পাদক রাশেদ আহমেদ, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক আশরাফুজ্জামান শাওন, উপ-দফতর সম্পাদক সায়েম আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত শাহীন।
এছাড়াও প্রচার সম্পাদক জয়নুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন কুমু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ রাসেল, সম্পাদকীয় সদস্য নেজাম উদ্দীন।
বিজ্ঞাপন
সংগঠনটির সভাপতি মারজুকা রায়না বলেন, কমিটির সব সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে আশা করি সবাই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবে। প্রিয় সংগঠনের সম্মান অক্ষুণ্ন রাখবে এবং সাফল্যের ধরা বজায় রাখতে সবাই সচেষ্ট থাকবে।
সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যের দায়িত্বশীল মনোভাব ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আশা রাখি সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করবে এবং প্রিয় সংগঠনটি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
এইচআর/এসকেডি