আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইউল্যাবের এমএসজে বিভাগ
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স ইন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) প্রোগ্রামকে স্বীকৃতি দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক গ্লোবাল অ্যালায়েন্স ফর পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্টের (জিএ) অ্যাকাডেমিক কাউন্সিল।
জিএ’র প্রেসিডেন্ট ও সিইও জাস্টিন গ্রিন এবং জিএ’র একাডেমিক কাউন্সিলের সদস্য অ্যাঞ্জেল অ্যালোজা ইউল্যাবের এমএসজে’র বিভাগীয় প্রধান ড. জুড উইলিয়াম জেনিলোর হাতে এই স্বীকৃতিসূচক প্রশংসাপত্র তুলে দেন। স্বীকৃতি উদযাপনের অংশ হিসেবে এমএসজে বিভাগ সম্প্রতি অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম ব্যবহার করে একটি ওয়েবিনারের আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জাস্টিন গ্রিন বলেন, স্বীকৃতিটি ইউল্যাবের উচ্চমানের শিক্ষার একটি প্রমাণ। এই স্বীকৃতিটি উক্ত বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশ্বের ২০০টিরও বেশি দেশের একাডেমিক, পেশাদার, বিশেষজ্ঞ এবং যোগাযোগ ও জনসম্পর্কের জোটের সাথে সংযোগ স্থাপনের সুযোগ দেবে। ইউল্যাবের শিক্ষার্থী এবং অনুষদ সদস্যদের জনসম্পর্ক বিষয়ের সবরকম প্রশিক্ষণ, সেমিনার, উপস্থাপনা এবং বিভিন্ন প্রয়োজনীয় রিসোর্স পেতে সহায়তা করবে।
অ্যাঞ্জেল অ্যালোজা বলেন, জিএ’র স্বীকৃতির প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর। জিএ’র একাডেমিক কাউন্সিল একাধিক মানদণ্ডের ভিত্তিতে এই স্বীকৃতি দিয়ে থাকে। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) নামক সামাজিক বিজ্ঞানের স্নাতক প্রোগ্রামটি আমাদের সমস্ত মানদণ্ড পূরণ করেছে।
বিজ্ঞাপন
এমএসজে’র বিভাগীয় প্রধান ড. জুড বলেন, ইউল্যাব চাকরির বাজারের জন্য মানসম্পন্ন, দক্ষ স্নাতক সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সর্বদা কঠোর পরিশ্রম করি এটা নিশ্চিত করার জন্য যাতে আমাদের স্নাতকরা ইন্ডাস্ট্রির প্রয়োজন মোতাবেক প্রস্তুত হতে পারে। আর জিএ ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতা নিয়েই কাজ করে। আমরা সবসময় পাঠ্যক্রমের বিকাশে বিষয়টি মাথায় রাখি।
উল্লেখ্য, জিএ হচ্ছে বিশ্বের প্রধান জনসংযোগ এবং যোগাযোগ পরিচালন সমিতি এবং সংস্থার সংঘ, যা বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ অনুশীলনকারী এবং শিক্ষাবিদদের প্রতিনিধিত্ব করে। এর উদ্দেশ্য হলো জনসংযোগ পেশাকে একীভূত করা, সারাবিশ্ব জুড়ে পেশাদার মান বাড়ানো, এর সদস্যদের সুবিধার জন্য জ্ঞান ভাগাভাগি করা এবং জনস্বার্থে জনসংযোগের জন্য বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করা।
এএ