করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা অঞ্চলে সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের।

আবু তাহের বলেন, শিক্ষামন্ত্রীর পরামর্শে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্রান্তিকালীন সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা এটা ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করতে পারব বলে আশা করছি।

তিনি আরও বলেন, তবে এখানে করোনার কোনোপ্রকার নমুনা সংগ্রহ করা হবে না। বিভিন্নস্থানে সরকারিভাবে সংগৃহীত নমুনাগুলো শুধু এ ল্যাবে এনে পরীক্ষা করা হবে।

উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয়েরও কিছু দায়বদ্ধতা আছে। কুমিল্লায় অনেক স্যাম্পল আসে। সক্ষমতার অভাবে সব পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

এমএসআর