জাতীয় কবির সমাধিতে ঢাকা কলেজ রাইটার্স ফোরামের শ্রদ্ধাঞ্জলি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা কলেজ রাইটার্স ফোরাম (ডিসিআরএফ)।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাইটার্স ফোরামের সদস্যরা।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য মমিন উদ্দিন, তসলিম উদ্দিন, ওবায়দুর সাঈদ, লোকমান হোসেন সহ অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিন উপলক্ষে ঢাকা কলেজ রাইটার্স ফোরামের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে ‘শোষণ-বঞ্চনাহীন সমাজ গঠনে জাতীয় কবির ভাবধারা’ শীর্ষক আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জাতীয় কবির জীবনবোধ ও আদর্শ ছড়িয়ে দিতে শিগগিরই আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
আরএইচটি/এসকেডি