চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার ছিঁড়ে ফেলা এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। বুধবার (১ সেপ্টেম্বর) চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় সরকারবিরোধী ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি করে স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।

জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রলীগের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এরইমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বের করতে কাজ করছে প্রশাসন।

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, হঠাৎ করে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের আস্ফালন সহজ কিংবা সাধারণ ঘটনা নয়। এটি তাদের পরিকল্পিত কাজ। আমরা বরাবরের মতোই তাদের মোকাবিলায় সর্বদা প্রস্তুত আছি।

এই সময় চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন নাসির, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, নাজমুল এইচ সানি, পাপন খান, সাদাফ খান, কনক সরকার, তায়েফ, ফজলে রাব্বি, ইখলাস, ইমরানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসআর