বেরোবির শিক্ষক-শিক্ষার্থী ছুরিকাহতের ঘটনায় মামলা
বেরোবির শিক্ষক-শিক্ষার্থী ছুরিকাঘাতের প্রতিবাদে শুক্রবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান ও জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ ছুরিকাহত হওয়ায় রংপুর তাজহাট থানায় দুইটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী।
ইজার আলী জানান, বেরোবি শিক্ষক-শিক্ষার্থী ছুরিকাহত হওয়ায় শুক্রবার অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে রংপুর তাজহাট থানায় দুইটি মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে শিক্ষার্থী পরাগ মাহমুদ আহত হয় এবং সকালে জগিং করতে বের হলে রংপুরের লালবাগে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান দুর্বৃত্তদের হামলার শিকার হন।
দুইজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পরাগের হাত সার্জারি করতে অপারগতা জানায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাআসপাতালে ভর্তি করা হয়। শিক্ষক মনিরুজ্জামান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
এমএসআর