স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। করোনাকালীন দীর্ঘ ১৮ মাস বন্ধের পর রোববার (১২ সেপ্টেম্বর) স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু। তিনি বলেন, পরীক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি ছিল। সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চার বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। পরীক্ষা নিতে পেরে আমরাও খুশি। সব পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে শনিবার (০৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ বিভাগগুলোকে সশরীরে পরীক্ষা নেওয়ার অনুমতি দেয়। বলা হয়, আবাসিক হল বন্ধ রেখে ১২ সেপ্টেম্বর থেকে যেকোনো বিভাগ চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে।

এসপি