দ্বাদশ শ্রেণী ও স্নাতক শ্রেণীর পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হল খুলে দেওয়া হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবেন। 

তবে হলে উঠতে গেলে শিক্ষার্থীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে নির্দেশনা অনুযায়ী আমরা হল খোলার সিদ্ধান্ত নিয়েছি। মাউশির নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও করোনা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ মেনেই আমরা হল খুলব।

মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই হল খুলে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, হল না খুলে দিলে বেশিরভাগ শিক্ষার্থীকেই মেসে উঠতে হবে। সেখানে দেখা যাবে, এক রুমে সাত-আট জন করে থাকবে। ফলে স্বাস্থ্যবিধি রক্ষা হবে না। শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।  তাই শিক্ষার্থীদের কথা ভেবেই আমরা শুধুমাত্র পরীক্ষার্থী ও যাদের নিয়মিত ক্লাস হবে তাদের জন্য হল খুলে দিচ্ছি।

এ মুহূর্তে শুধুমাত্র দ্বাদশ শ্রেণি (২০১৯-২০), স্নাতক সম্মান প্রথম বর্ষ (২০১৯-২০) ও স্নাতক সম্মান তৃতীয় বর্ষের (২০১৭-১৮) আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে বলেও জানান তিনি।

আরএইচটি/আরএইচ