করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন সড়কে দেওয়া ব্যারিকেড তুলে নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন প্রবেশপথে দেওয়া বাঁশের বেড়া বুধবার খুলে চলাচলের জন্য উন্মুক্ত করে দেন নিরাপত্তাকর্মীরা।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ঢাকা পোস্টকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্কুল-কলেজগুলো খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ যেহেতু নিম্নগামী, সেহেতু বিশ্ববিদ্যালয় খোলারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এটি তারই ধারাবাহিক কাজের অংশ। সবার চলাচলে যাতে সুবিধা হয়, সে জন্য আমরা কিছুটা ঝুঁকি নিয়েই খুলে দিলাম। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। তবে যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা আবার বন্ধ করে দিতে বাধ্য হব।

এদিকে, আজ (বুধবার) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার বিষয়ে আলোচনা হবে বলে জানান ঢাবি প্রক্টর।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে হল শতভাগ প্রস্তুতের নির্দেশনা রয়েছে। আজ প্রভোস্ট কমিটির সভায় এ বিষয়ে আলোচনা-পর্যালোচনা করা হবে এবং আমরা একটি সিদ্ধান্তে আসতে পারব বলে মনে করছি।

এইচআর/আরএইচ